কোন গগনের চান্দু তুমি
আমার কাছে রাবড়ী চাও
সোন্দর নামের বেশ্যা দিয়ে
আগের মত খাবে ফাও?
আমার ঘরে হরেক কোনায়
গোখরো যত কাঁকড়াবিছে
ঢুকিয়েছ মীরজাফরদের
তোমার সুরেই তারা নাচে!
দিন সে আর নাইরে নাতি
থাবা থাবা ডলার খাতি
আমার ঘরে বসিয়ে ঘাঁটি
নাটাই হাতে দাপাদাপি।
দেখলে কেমন মুগুর মেরে
ডেংগুটাকে তোমার ঘরে
পার করেছি দেশ বাঁচিয়ে
হাজার জীবন শহীদ করে।
সে তো ভয়াল কালনাগিনী
বিষের বাঁশী সর্বনাশী
দিলে বসত তোমার ঘরে
ডেকে নিলে কালবোশেখী।