শির উঁচু করো বাংলাদেশ রঙ নাও লাল
জাগো হে বাংলাদেশ ছেড়ো না তো হাল
আমার সাধের জন্মভূমি হায়েনাতে খায়
শিক্ষা গেছে অর্থ গেছে পতাকাও যে যায়
দৃপ্ত তরুন অটল যুবা মাঠে লড়াই করে
মা বোন গণমানুষ আছে তাদের ঘিরে
রক্ত ঢেলে প্রাণ বিলিয়ে শত বাংলাদেশী
কঠিন শপথ আনবে আবার স্বাধিনতার রবি
সময় এখন আমজনতা সবাই আসো মিলে
এমন দিনে থাকবে ঘরে, বিবেক তা কি বলে?
শিশু বাঁচাও, শিক্ষা বাঁচাও, বাঁচাও বাংলাদেশ
লেন্দুপদর্জীর কালো নকশা জ্বালিয়ে করো শেষ।