আকাশের সাথে সখ্যতা থাকলে
তাকে জিজ্ঞেস করতাম
তার অফুরন্ত নীলের রহস্যটা কী?
তার নীলটা চেয়ে নিতাম।
আর নীল রঙের
একটা স্বপ্ন বোনতাম
যার চারদিকে বিরাজ করত
অফুরন্ত সুখের হাতছানি।
যেখানে পাখিরা বিচরণ করত স্বাধীনভাবে
আর আমি মুক্তির স্বাদ নিয়ে
হারিয়ে যেতাম
কল্পনার এক অন্তিম জগতে।