আমি পারবো না
ব্যাক্তিত্বকে বিলিয়ে দিতে
ভালোবাসার মোহে পড়ে
ধোয়াশার সাগরে
নিজেকে ডুবিয়ে দিতে।
আমি পারবো না
ছোট্ট কুটিরে থেকে
কাউকে তৃপ্ত করতে
অভিনয় করে
রাজ প্রাসাদের কথা বলতে।
আমি পারবো না
একটু সুখের জন্য
ঘন্টার পর ঘন্টা
কাম কাজ ফেলে রেখে
কারো জন্য অপেক্ষা করতে।
আমি পারবো না
কারো কোলে মাথা রেখে
চোখের জল ফেলাতে
মিছে মায়ায়
নিজেকে জড়িয়ে ফেলতে।
আমি পারবো না
বন্ধ্যা হৃদয় গর্ভে
চাষাবাদ করে
ফসল ফলাতে
নিজেকে বদলে নিতে।