ক্ষুধার্ত বস্ত্রহীন ফকিরটা
যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে
সেও স্বপ্ন দেখে
লাল শাড়ি পড়া মেয়েটিকে
গোপনে ভালোবাসে
এক তরফা ভালোবাসায়।
ছোট্ট সুবোধ বালকটা
যার দুধ দাত পড়েনি
চুপিচুপি চিঠি লিখে
একই শ্রেণীতে পড়া
ছোট্ট বালিকাকে দিতে
নীরবে নিভৃতে রাত কাটে।
ভার্সিটি পড়ুয়া ছাত্রটা
বই খাতা ফেলে রেখে
গিটার নিয়ে পার্কে বসে
যদি কোনো ললনা
গান শুনে মুগ্ধ হয়ে
কাছে এসে ভালোবাসে।
সবাই ভালোবাসে
রঙ্গিন এই পৃথিবীটাতে
চুরি ছিনতাই করে
খুন করে পথে ঘাটে
টাকার পাহাড় গড়ে
যদি কেউ ভালোবাসে।


ধানমন্ডি লেক, ঢাকা।