আকাশকে বললাম
তার সূর্যটা দেবে কীনা?
পেলে আলোটা জমিয়ে রাখতাম
রাতের আঁধারের জন্য।
বহুদিন ধরে জোৎস্না দেখি না
রাতের আঁধারে আমি আজ ক্লান্ত
আমার চারদিকে শুধু আঁধার
আর হতাশার অকূল পাথার।
দিলনা সে সূর্যটা
দেবেই বা কেন?
আঁধারে যার বসবাস
তার আবার আলোতে কী?
না পাওয়ার হাহাকার নিয়ে
রয়ে গেলাম আঁধারে
হয়ত একদিন আঁধারেই
হয়ে যাব বিলীন।