বনলতা মেলায় যাবে
বৈশেখি মেলা
তোমায় আমি কিনে দেব
স্বপ্নের এক ভেলা।
বিকেলে নয় সন্ধ্যা নামুক
হুতোম পেঁচা ডাকবে ডাকুক
লাল শাড়িটা পড়ে নেবে
লোকে যা ভাববে ভাবুক।
বনলতা মেলায় যাবে
বৈশেখি মেলা
যেথায় গিয়ে খেলব দুজন
ভালোবাসার খেলা।
সূর্যটা নিভে নিভুক
চাঁদের বুড়ি দেখবে দেখুক
রিক্সার হুড নামিয়ে দেবে
বখাটেরা ধরবে ধরুক।
বনলতা মেলায় যাবে
বৈশেখি মেলা
যেথায় দুজন হারিয়ে যাব
ফিরব না এ বেলা।