বসন্তের বিদায় লগ্নে
দুঃখ ভারাক্রান্ত সহস্র ফুল
বৈশাখের বরণডালায়
ধরেছে আমের মুকুল।
গায়ক পাখিটা গেয়ে চলছে
দিন বার সব ভুলে
বিষাদ সঙ্গীত গাইছে আজ
রাখাল বালক প্রাণ খুলে।
সহসা ঝড়ের আভাস
শুষ্ক পত্রকে দাফন করে
মোল্লা সেজেছে
উত্তরীয় বিধ্বংসী বাতাস।
শাসক শোষিতের চলমান
যুগ যুগান্তরের দ্বন্দ্ব
নতুনত্বের অমিয় বাণী
করে দিয়েছে আজ বন্ধ।
রাজা প্রজার যৌথ সঙ্গীত
ফিরে পেয়েছে হারানো ছন্দ
বৃক্ষ পত্রের অবিরাম নৃত্য
ফুটিয়ে তুলছে বৃক্ষের আনন্দ।
পুরাতন বছরের গ্লানি
চিতায় ভস্ম হবে জানি
আকাশটা কাঁদছে দেখ
চোখে নেই একটুও পানি।