আমি বিজয় দেখেছি
টেকনাফ থেকে তেতুলিয়া
রক্তের বন্যার পলি সঞ্চায়নে
বন্ধ্যা ভূগর্ভে মাথা উচানো
লাল সবুজের পতাকার
স্বাধীন উড্ডয়নে।
আমি বিজয় দেখেছি
ধর্ম কর্ম ভুলে
হাতে হাত রেখে
শুষ্ক পদ্মপুকুরে
রক্তের সেচ দিয়ে
পদ্মের পিপাসা নিবারণে।
আমি বিজয় দেখেছি
৭১ এর ১৬-ই ডিসেম্বরে
সহস্র হায়েনাদের
ক্ষমা করে দিয়ে
মাকে স্বন্তানের রক্তে উর্বর
এক ভূ-খন্ড উপঢৌকন নিতে।
আমি বিজয় দেখেছি
রাতের আধারকে বিদায় জানিয়ে
চুড়ান্ত ভোরের সূচনা করা
বাঙ্গালীর শ্রেষ্ঠ বিজয়
আত্মত্যাগের এক
গৌরবগাথা বিজয়।