আমি দেখেছি শত তরুণের শিরশ্ছেদ
গিলোটিনের চারিপাশে নরপিশাচের হোলি খেলা
আমি চুপসে গিয়ে শুধু বলেছিলাম
ক্ষমা করো হে, ক্ষমা করো!
আমি দেখেছি শত স্বপ্নের অকাল মৃত্যু
দোপায়া সভ্য মানবের কলকাঠি নাড়া
আমি নিশ্চুপ দর্শক শুধু বলেছিলাম
ক্ষমা করো হে, ক্ষমা করো!
আমি কত প্রাণ ঝরে যেতে দেখেছি পথে
কি এক করুণ আর্তনাদ - বাঁচাও বাঁচাও
আমি অন্ধ সেজে বলেছিলাম
ক্ষমা করো হে, ক্ষমা করো!
ক্ষমা! আমার ঝুলিতে বেমানান
আমি আজ ভাঙতে চাই, পুরতে চাই
উচ্চশিরে দিতে চাই
এক অনবদ্য উপাখ্যানে নতুনের সন্ধান!