বসন্ত বহু দুর ভেবে
শীতকে দড়জা খুলে দিলাম
কুয়াশার চাঁদড় গায়ে জড়িয়ে
এক বিষন্নতায় জন্ম নিলাম।
হারানোর ভয়ে শঙ্কিত নয়
নবীনকে শিখিয়ে দিলাম
ফাঁসির দড়ি গলায় পড়ে
মৃত্যুকে হারিয়ে দিলাম।
আর পরাধীন নয়, ভেঙ্গে চুড়ে
মেরে ফেল কেঁচো খাল খুড়ে
ছাড়খাড় কর সব জালিয়ে পুড়ে
আগামির দিন নয় বেশি দুরে।