আকাশ সেজেছে দেখো কালো মেঘে
দিনমণি ঘুমিয়েছে আজ সময় ভুলে ।
জীর্ণ গৃহে রাত্রি কাটে জেগে
সুদিন আসবে ভেবে দুহাত তুলে।
মুমূর্ষ বিধু আজ কঠিন রোগে
ঘৃণ্য ষড়যন্ত্রে মেতেছে সবাই মিলে ।
সবুজ পত্র কাপে ভীষণ রেগে
মাতাল হাওয়ায় নাচে হেলে দুলে ।
বসন্ত আসুক তবে ডাকুক কোকিল
অশেষ দানে দিনমণি হোক অমর!
সবুজ হবে তবেই রক্ত লাল
গৃহহীনের ঘর হবে সুখের সরোবর ।
কোকিল না হলে তব হও গাঙচিল
বেলা অবেলা ভুলে সাজাও সমর।