দুই জনের নিরব এক আশা
চেনা আমাদের এইপথে
ভিন্ন গন্তব্যে ভিন্ন দুটি মানুষ
একটি বার ও কী হতে পারে না দেখা।

কখনো কিন্তু মনে রেখ না
কখনো কিন্তু ভুলে যেওনা
কেবলই অবিরত,
আমাদের হতেই চলবে দেখা।

ধুলো বালি আর শ্যাওলা ঝুলা সেই পুরাতন দেয়াল,
তারই পাশে পায়ে হাটা আমাদের এই পথ;
মাঝে মাঝে বিকল চাকার
উল্টে পড়া অলস রিক্সা, পথ আটকায় লুকোচুরির দিনে আমাদের এই অভিসার।

মানুষ জানে, মানুষের সময় হারিয়ে যাবে;
হারিয়ে যেতে দিও না আমাদের এই
চুপিসার,
যুগল চোখের  নিরব দেখা।

(শ্রীমঙ্গলঃ ০৪/০২/২০২৩)