অথৈ ভাসছে ঘর,অথৈ ভাসছে গাছ ,
অথৈ ভাসছে খামারের গরু মহিষ,
অথৈ ভাসছে হাস মোরগ, ঘর গৃহস্থালির থালা বাসন, কাপড় চোপড়, চেয়ার টেবিল, দা বটি খন্তা,উগারের খুরাকি;
বানের জলে ভাইস্যা গ্যাছে সব।
পুর্ব পুরুষের ভিটা, শৈশবের খেলার মাঠ
বন্ধু বান্ধবের চির চেনা ইস্কুল,
আমার বাড়ি ফেরার মেঠো পথ,
সর্বনাশা বন্যায় ভেসে যাচ্ছে সব।
মহাকালের মহা বিপদ আক্রান্ত
পানি বন্ধি আমরা, অথৈ জলে বন্ধি আমরা।
মাথার উপরে ঠানা বৃষ্টি,
গালা অব্ধি স্রোতের ঘোলা পানি,
নাই পেঠে খাওয়া;
উদয় অস্থ দীর্ণ শীর্ণ
বেচে থাকার সংগ্রামে নির্যাতিত।
অথৈ জলে ভাসছি আমরা,
ডাউকা,রক্তি,সোমেশ্বরী,
ধোলাই,যাদুকাটা,নাইন্দা,
নলজোর,কুশিয়ারা,সুরমা
তীব্র স্রোতে সর্বনাশী ;
বানের জলে ভাসি।
বানের জলে ভাসি-
এই দুর্যোগের মহাপ্লাবনের বিশাল জলরাশি ;
উপরে ঈশ্বর, নিচে মানবেতর
কী! বিপন্ন জীবন যাপন!
আহা,বিপন্ন জীবন যাপন!