ভিষন্ন কালো মেঘ, অন্ধকার নেমেছে জানালায়।
নির্জন কোলাহল অবিকল হয়েছে মানুষেরই কংকাল।
এই কিঞ্চিৎ আলোর আশ্রয়
নিজেদের গড়ে পিপড়ার বাসা,
ভাংগা মন ভাংগে মন ;
নির্বাক চোখের শিলা কান্নায়,
কেউ এখানে এখনো ভালো নেই,
কেউ কখনো কোথাও ভাল নেই।
পুরাতন ভাংগা সিড়ি সে পথের মাঝে
ভেংগেছে অবিরল,
ফিরবেনা ভেবে ভেজা চোখ
কঠিন আপোষে
দাড়িয়ে আছে তোমারই দরোজায়।
কেউ কখনো কোথাও কি দেখেনি?
কেউ কখনো কোনদিন ও কি বুঝেনি?
শ্রীমঙ্গল ২৩/০৮/২০২২