দূর দূরত্বে থাকো তুমি,
মনের নজর বন্ধি,
আমার কাছে তোমার দান
ভালবাসাই হয়েছে প্রতিদান।

তবুও
কাছে এসে ও কাছে নেই তুমি
তবু লাগে ছোয়া,
বাতাস যেমন বুঝা যায়
আলো যেমন দেখা যায়।

তবুও তোমার,
নীল প্রতিচ্ছবি প্রগাঢ় আলোয়,
অভিলাষের বৃষ্টিতে ভিজে ভিজে
স্নাত হয়েছে,
আর নিরবে পিছু ডেকেছে।

মন থেকে পারিজাত ;
ভালোবাসা আমার,
আজো আমি পারিনি তারে বুঝাতে;
এ আমার নিমগ্নতা নাকি নির্ভাবনা
আমি বুঝিনি।
কেনো বুঝিনি?