এই শহর সন্ধ্যায়,
নব বধুর মতোন লাজুক সৌন্দর্য,
যেনো ঘোমাটার আড়ালে
শহর সুন্দর।
তোমার ওই বারান্দা
সেই সন্ধ্যায় আরো সুন্দর।
যেনো আমারি অপেক্ষায় আছে বসে
বিষন্নতায়,
যেনো আমি চুম্বনে চুম্বনে দূরে সরাবো সেই বিশাদ
যেনো আমি তাকে করব আর ও কাতর ;
যেনো অতি সহজে আমাকে পারে সে গিলতে।
যেনো একটা ঢেউ,
আরো নিচে নেমে যায়;
যেনো নদীর পুরানো ঘাট;
আমি এখানে স্নান করি আজন্ম!
যেনো আমার যৌবন কৈশোর
আমার ছেলে বেলা এখানেই নিহিত।
দ্যাখো,
তার গায়ে বিন্দু বিন্দু ঘাম পড়েছে
আমি গাল দিয়ে মুছে দেই;
ঘাম।
তার ঘামে যে মাদকতা
তুমি আমার মতো ঘাম খোর হলে বুঝতে ;
নিশ্চয়ই!
তাকে আমি ক্লান্ত করে ভাবি, এই যেনো আমার বাগানের গন্ধরাজ ফুল,
গেলো সন্ধ্যায় তুলেছি তারে,
যেনো তাই এতটা ক্লান্ত সে।
জানইতো তুমি,
তাকে আমি ক্লান্ত করবো,
তাকে আমি লজ্জাশিলতায় কাতর করবো,
তাকে আমি করবো চৌচির,
যা ইচ্ছে তাই করব আমি।
কS18012024