পরিতাপের গহন বনে
নিবিড়তম সুখ,
ভেংগে ভেংগে সরলিকরণ করছি
আয়না ও বিম্ব।

অচেনা পথ শেষ হলে
যদি কোনদিন টলমল জল এসে
নদী হয় নদীতে ;
অন্ধকারের জুব্বা গায়ে
ডুবে ডুবে চলে যাবে সুখ;
সুখের নখে অথৈ আকাশ
তারায় জ্বলমল।

আমাকে নিয়ে গাং চিল উড়ে যাবে
কস্মিনকালের তাশের ঘরে,
সেখানেই দ্যাখা হবে বন্ধু তোমার সাথে
আজকে হোক "বিদায়"।

হাত নেড়ে, রুমাল দেখিয়ে
ট্রেনের হুইসেল বাজিয়ে
যখনই তুমি উধাও হতে মহাকালের
করিডোরে;

আমি তো জানতাম দেখা হবে
হতেই হবে সামানের স্টেশনে।