মাথায় আকাশ নিয়ে একা মধ্য দিনের
সরসৃপ নদী
আমার শহর গিলছে ধীরে ধীরে
প্রিয় শহর ভালো নেই।
খুটির গরু সাতার কেটে বানের পানিতে
তেপান্তর দিতে পাড়ি;-
ঘরের মানুষ চালে বসে
অছ্যুৎ জল থাকছে একলা
যেনো পিঞ্জিরার পাখি;
ঘরের খাবার,থাকনের খাট,
রান্নার পাতিল
ভাসছে জলে,জলের সংগে অহোরাত্র
চলছে ঘর গৃহস্থালি
বানে বন্ধি মানুষ আর পশু
বানে বন্ধি জীবন সংগ্রাম।