অসম্ভব মানুষ প্রতিজন মানুষকে করছে লোটপাট
কিনবে নদী আর নৌকা,
অবারিত পাখির ডানা
ছড়ানো ছিটানো প্রসারিত আসমান
আর দম ফাটানো উল্লাস।
অসম্ভব জরুরী মানুষের কংকাল
খেলনার দোকানের সামনে,
মিথ্যাবাদী রাখালের জন্মদিনের ঢাকঢোল চারদিকে,
চারদিকে পুরাতন শীত বস্ত্রের দোকান; আর দোকানের ভীড় উপচে পরে ফুটপাতে।
বড় রাস্তায় জ্যাম পরেছে ভীষণ,
বড় রাস্তায় আটকানো কার; কারে উর্বশী সুত্বন্নির হাসির জ্বলজ্বল আলোয়
পুড়ছে পাশে বসা কদাকার পুরুষ
তার দিগ্বিজয়ী স্বামী, স্বামীর অনুভূতির এনাটমিতে
পরম তৃপ্তির ঢেকুর।
অবশেষে আমার অপেক্ষার
দোকান বন্ধ হলো,
আর আমি মুক্তির বাসে উঠে পরেছি
আমি ফিরছি বাড়ি,আমার বাড়ি ফেরা।
কS ২৮০১২০২৪