সীতা হারিয়ে গেছে-এখনও পরে মনে তার কথা;
বারবার ভেসে উঠে দৃশ্যপটে তার মুখটা।
দিতে চেয়ে আলো, অন্ধকারে করেছে আমায় ক্ষয়;
ভালবাসা হেরেছে, হলোনা আর পরিনয়।
যাতনা পেয়েছে জানি, তার নিজের হৃদয়ে;
আবেগের সব চিহ্ন থেকে মনকে ফিরিয়ে।
ভবিষ্যতের নেশাটাকে বুকে জড়িয়ে;
চলছি একা পথে সব কিছু, এক পাশে ঠেলে দিয়ে।
কথা হয়েছিল -সে অনেক দিনের আগের কথা;
এখনও কানে আওয়াজ আসে, বলেছিল যত কথা।
আমায় ধ্বংস করে, হয়েছে তার জয়;
যা হবার হয়েছে, আর নেই কিছু হারাবার ভয়।
কাজ করি ও একা চলি, করি চিন্তা আপন মনে;
পাছে যা বলতে চায়, বলুক না সব জনে জনে।
সারাক্ষন থাকি ডুবে, চিন্তা আর ভাবনার তলে;
পাথর হওয়া মনে কি আর, ফুটে ফুল কোন কালে?