মনটা আজ পাথর হয়েছে
সকল আনন্দ উচ্ছাস হারিয়েছে।
স্বপ্নগুলো সব ভেঙ্গে গেছে
নিষ্ঠুর কালবৈশাখীর ঝড়ে।
আকাশটা অনবরত ক্রন্দন করতে করতে
আজ বৃষ্টিও ফুরায়ে গেছে।
চৈত্রের রুদ্দুরের তাপদাহে পুড়ছে
হৃদয়ে জমানো সকল কথা মালা।
চোখ খুলে দেখি এ তো অবেলা
এসেছে ঋতু বদলের পালা।
হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া
সব ছেড়ে, একা একা দুরে বহু দুরে।