কত ভালবেসে সাজিয়ে ছিনু স্বপ্নগুলো আমার
বুঝাতে চেয়েছি তোমায় আমি বুঝনি একটি বার।
কত নিচু করেছ তুমি সকলের কাছে মাথাটা আমার,
কি হবার ছিল, হয়েছে কি, ভেবেছ কি তুমি একবার?
রূপেতে তোমার হইনি উন্মাদ, চেয়েছিনু তোমার মন,
নেব তোমায় ঘরে তোলে করেছিনু এই পণ।
কাঁচের মত ভাঙলে হৃদয় করে আওয়াজ ঝনঝন
আজও কেন ভুলতে পারেনি তোমায় আমার মন?
ভুলেছিনু সব অতীত তোমার, ভালবেসে ছিলাম বলে,
হারিয়ে গেছ, পালিয়ে গেছ, মিথ্যে বচন বলে।
বুঝিনি আমায় জড়িয়েছিলে মিথ্যে মায়ার জালে,
গাল ভিজেছে, বুক ভিজেছে, কত... চোখের জ্বলে।
বসতাম আমি বর বেশে, তুমি সাজে বধূ
নিন্দুকেরা নিন্দা ছেড়ে হত সব উদো।
ভালে আমার বসিয়ে দিতে তোমার উষ্ণ ঠোটের জাদু,
আমি হতাম কর্তা তোমার তুমিই হতে বধূ।
ভাসতে আমি চেয়েছিলাম তোমার প্রেমের স্রোতে,
হাতটি ধরে ঘুরতাম মোরা দিবস রজনীতে।
থাকত তখন যুগল প্রাণে কতই না প্রেম-প্রীতি,
আমি হতাম সখা তোমার তুমিই হতে সখী।