আমি একা রব
মুক্ত বিহঙ্গ হয়ে উড়ে বেড়াব, ঘুরে বেড়াব
নীল গগনে মেঘের উপর ভেসে ভেসে।
নেবনা কাউকে সাথী করে
মাঁঝ আকাশে দেবে মোর সঙ্গ ছেড়ে।
চলবনা কারো হাতটি ধরে
গন্তব্যে পৌছার আগেই আমার হাতটি দেবে ছেড়ে।
বসবনা আমি কোন ডালে
বিশ্রামের সময় দেবে আমায় ফেলে।
ডাকবনা কাউকে আমি আর
বলবে সময় নেই তোমার কথা শুনার।
বলবনা কথা কারো সাথে
দোষ ছাড়াই দেবে আড়ি পেতে।
কাউকে নিয়ে আমি স্বপ্ন দেখবনা
করবে মোর সাথে শুধুই ছলনা।
কাউকে বাসবনা ভাল
করে দেবে জীবন আধাঁর কালো।
কাউকে নিয়ে বাঁধবনা বাসা
দেবে শুধুই মিথ্যে আশা।
যতদিন রবে এ দেহে নিঃশ্বাস
করবনা কোন কামিনীকে বিশ্বাস।
আমি রব, একা রব।