অভিশাপ দেবনা, থাকো তুমি সুখে ।
অনেক ভালবেসেছিলাম তোমায়, দিয়েছ শুধু যাতনা আমায়।
তবুও করবনা অভিসম্পাত তোমায়, সুখী হও তুমি।
অবহেলা করেছো, আমাকে বুঝনি
হৃদয়ের হাহাকার, তুমি তো দেখনি।
অভিনয় করেছ, ভাল তো বাসনি।
এই ফাজলামো করে, কি সুখ তুমি পেলে?
তারপরও অভিশাপ দেবনা, সুখী হও তুমি।
তোমার দোষ আমি দিইনি, তোমরা যে এমনি।
ধ্বংস কি করনি? খেলে এই ছিনিমিনি।
শান্তি পেয়েছ কি?
তবুও আমি অভিশাপ দেবনা, শান্তিতে থেকো তুমি।
চালিয়েছ তোমার ধ্বংসের বুলডোজার
হৃদয় ভেঙ্গে করেছ চুড়মাড়, নেই কিছু বাঁকি আর ভাঙ্গবার।
তুমি আনন্দ পেয়েছ কি?
তবুও আমি অভিশাপ দেবনা, আনন্দে থেকো তুমি।
তোমার কষ্টগুলো সব আমাকে দিয়েছ
আমার ঘুমটুকু তুমি কেড়ে নিয়েছ।
তবুও বলছি আমি অভিশাপ দেবনা, সুখে থেকো তুমি।
তুমি বিবেকহীন হও, স্মৃতি ভ্রষ্ট হও তুমি ,
তুমি বোধহীন হও, বেদনালুপ্ত হও তুমি,
ভালো থেকো তুমি স্বার্থপর হয়ে!