আমি তোমাকে উদাস, বেরং দেখি ।
কিছুটা জীবন্ত শবের মতন ।
রক্ত, মাংস আর চামড়ায় ঢাকা,
ছড়িয়ে ছিটিয়ে থাকা হাত পা ।
তোমার রক্তে যে জমাট অভিমান,
আর নিছক হাসি, গোপন অন্তঃসার ।
চেয়েছি একবার রঙ্গিন করতে ।
প্রেম তুলিকায় শিল্প নিপুণ টানে ।
যেখানে মেঠো পথ থাকবে,
সবুজ গাছ থাকবে আর থাকবে তুমি ।
হাসি থাকবে, প্রেম থাকবে ।
থাকবে ভরা কটালের যৌবন ।
এমন রুক্ষ, জীর্ণ জীবন সার ।
লুকিয়ে রাখা এ ও তোমার অহংকার ।
তোমার এহেন অহংকারের মরন চেয়েছি ।
শবের মাঝে যেটুকু জীবিত তুমি,
সেই জীবন্ত এক তোমায় খুঁজে চলেছি ।
মিথ্যেও নয়, হটাৎ কখন ভালোবেসেছি ।
আমার সকাল সন্ধ্যে প্রেমের অভিবাদন ।
ক্ষীণ কিছু সেই আশায় আশায় ।
শিল্পী মনে রঙ্গের ভাবনা ভাবায় ।
তুলি খানা হারায় সাহস ।
নীলের খোঁজে মেঘলা আকাশ ।
হাত বাঁধে মোর শিষ্টাচারের শাসন ।
কৃত্তিবাস
শিলং, ১লা জুলাই ২০২০