তোমার উঠোনে বর্ষা,
আর আমি ভিজবো না,
তাই কখনও হয় ?
মেঘ খানা যতটা তোমার,
ততটা যে আমারও ।

তুমি কাজল দেবে চোখে ।
সাজবে হরেক সাজে ।
ঠোঁটের কোণে হাসির ফাঁকে,
না বলা যে শব্দগুলো লুকিয়ে রাখো,
টের পাবো না তাই কখনও হয় ?

জানি, গান শোনাবে সুরে সুরে ।
পাগল করা তালটি ধরে ।
সকাল থেকে রাতপ্রহরে খোশ মেজাজে ।
সবাই যখন ঘুমের দেশে ।
তোমার চোখে ঘুম আসে না ।
সবার মত ঘুমিয়ে যাব তাই কখনও হয় ?

তুমি না হয় ভাবোই নাকো ।
অনড় থাকো, বুকের ওপর পাথর চাপো ।
পাগল বলে ব্যঙ্গ কর,
খিল খিলিয়ে হাস্য কর ।
যেমন খুশী ভাবতে পারো ।
তাই বলে কী প্রেম রবে না,
তাই কখন ও হয় ?

কৃত্তিবাস
শিলং, ৩ রা জুলাই ২০২০