প্রহর গুলো এগিয়ে চলেছে ।
আমার শান্ত দুচোখে শেষ রোদ্দুর ।
কতদিন নদীর ভরা যৌবন খুঁজেছি ।
খামখেয়ালি রাজা বলতে পার ।

চাইতে চাইতে সবগুলো বসন্ত,
ফুরিয়ে দিয়েছি কোকিলের কুহু কুহু তানে ।
সুতোটা শক্ত করে বাঁধতে চেয়েও বিফল হয়েছি ।
হীন-বৃষ্টির দেশে আমায় চাতক বলতে পার ।

অফুরন্ত কিছু চাওয়া হয়ে গেছে ।
তাই সোনার হরিণ অধরা, সে যে সোনার হরিণ ।
গুপ্ত তাচ্ছিল্যে কেটে গেছে অনন্ত কাল ।
প্রয়োজন তাই চাই, আমায় ভিকারী বলতে পার ।

হৃদয়ে মস্ত  আকাশ ধারণ করেছি ।
তার মাঝে একটু একটু করে জমছে কালোমেঘ ।
অপেক্ষায় আছি ঝরবে কোন শ্রাবনে অঝোরে ।
কল্পনায় স্বপ্ন আঁকি, আমায় পাগল বলতেই পারো ।

আবোল তাবোল, জীবনটা যে খেলার পুতুল ।
সৃষ্টি ছাড়া, সৃজন নিয়ে ব্যস্ত বৃথা সকল সময় ।
সে যে পথ হারাতেই জেনে বুঝে পথে নামে ।
ছিন্ন ভিন্ন এই আমাকে ছন্ন ছাড়া বলতে পারো ।

আজ আমি ক্লান্ত, শ্রান্ত ।
আমার সব কিছু নিঃশর্ত তোমায় দিলাম ।
আমাকে খামখেয়ালি, চাতক, ভিকারী,
পাগল, ছন্নছাড়া সব সব বলার পূর্ন অধিকার দিলাম ।
শুধু বল সোনার হরিণ, আমি-হীন পৃথিবীকে,
কি নামে ডাকবে, বলতে পারো ?????

কৃত্তিবাস
শিলং, 25 May 2019