যদি চাই, আগা থেকে গোড়া ।
জল, স্থল, মরুভূমি সবটাই নেবো ।
গোলাপের কাঁটা, ফুল সুগন্ধ নেবো ।

আলু থালু, এলোমেলো ।
যে যাই বলুক, তালুক মুলুক ।
যদি নিতে হয় তবে সবটুকু নেবো ।

আমার পছন্দের শাড়ী যদি,
নাও রাখো শরীরে ।
খোঁপা খানা বেঁধে রাখো নিজেরই মত করে ।

যদি সুমধুর নাই বল ।
যদি শ্যামলী বা আরও মলিন হও ।
যদি অভিমানে নাই কথা কও ।

তোমার যা আছে কিছু ।
সুনাম, বদনাম মাথাপিছু ।
সবটাই নেবো মাথা পেতে ।

জীবনের খর দুপুর ।
জ্বালায় ও যদি সবটুকু সুখ ।
বুক পেতে নেবো সবটুকু দুঃখ ।

যদি স্থান নাহি দাও হৃদয়ে ।
যদি নাহি রাখো মনে,
তবুও রহিব নীরব আজীবন স্মৃতি বয়ে ।

যদি উড়ে যাও আকাশের পানে ।
ক্ষতি কী তায়, পাখী সে তো আকাশের ।
বাঁধিবনা তারে সেকলের তারে ।

যদি গান শোনাও।
বেসুরেই তাল কেটে দাও ।
শুনবো সে গান ভালো বাসি তাই ।

তোমার যা আছে কিছু ।
সুন্দর, কুৎসিৎ আমার চাই সবটাই ।
প্রেম বুঝি তারে কয়, যারে ভালোবাসি ।
তারে সবশুদ্ধই  চাই ।

কৃত্তিবাস
শিলং, ৭ ই জুন ২০২০