"এই অসময় কেটে যাক
সবাই একযোগে আত্মিকভাবে
এসো মোকাবিলা করি ।
হাতে হাত রেখে ।"
হঠাৎ বদল নয় ।
শত শত পূর্বাভাষ ।
অবহেলার অন্ধকার ।
আয়না আমায় আগের মত করে দেখতে চায় ।
নিজেকে অনেক বদলাতে বদলাতে,
শেষ সীমানায় নিজের পরিচয় ।
পৃথিবীটাকে নিজের মত করে গড়তে গড়তে ।
তারে ও বদলে ফেলেছি ।
সে ফিরতে চায় চেনা চেহারায় ।
অনেক সময় কেটে গেছে ।
জানা অবহেলাতে ।
অনেক সময় তবুও রয়েছে ।
মাশুল গুনতে গুনতে মাস্তুল জেগেছে ।
পরিবার থেকে দেশ থেকে ভিন দেশ ।
বুঝি মিলন মেলার সময় এসেছে ।
কৃত্তিবাস
দেরাদুন থেকে বেনারস
AI 690
18 Mar 2020