এই অন্ধকার আরও কত দিন অজানা ।
কেমন করে আলো ফিরবে ?
কত সুর্য অদৃশ্য হবে অস্তের দেশে ?

আবার একটি সকাল গত ।
শত চোখ চোখে চোখ রেখে চেয়ে চেয়ে ।
খালি হাত ।
সুর্যের একটু রশ্মি অধরা আজও ।

রোজকার মত আজও সারা আকাশ,
জুড়ে ছিল আশার সে সূর্য, শক্তি,
সহস্র ধারায় ।
হাজার মুঠি খালি রয়ে গেছে বিগতের বেশে।
আজও অসমর্থ মনরথ ।

ও গো দিবাকর,
কতকাল আরও নিষ্ঠুর রবে ।
অস্তাচলের পথে যেতে যেতে,
একটুকু আলো দিয়ে যাও এ আঁধার ভবে ।

কৃত্তিবাস
শিলং, ২১ এপ্রিল ২০২০