ঘড়ির কাটা নমস্কার মুদ্রায় ।
রিমঝিম অকাল বৃষ্টি বাইরে ।
আমিও তখন জেগে ঠিটুরে শীতল শয্যায় ।
তুমি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছ ?
হালকা হওয়ায়, দরজাটা নড়ে নড়ে যায় ।
খিল দিতে ভুলেছি ।
যেমন করে অনেক কিছুই ভুলেছি ।
অনেক কিছু বদলে গেলেও,
যেমন করে নিজেকে বদলাতে ভুলে গেছি ।
রাতজাগা চাঁদের কিছু আলো শীতের রাতে
জানলা পানে উঁকি দিচ্ছে ।
জানি তোমার অনেক, অনেক আলো ।
আমি না হয় জোনাকী, সেই ভালো ।
আমি আঁধার ভালোবাসি ।
দিনের আলোর হোক না অট্টহাসি ।
আমি ফাগুন খুঁজি শ্রাবণ মাঝে ।
কোন সে পাগল কবির সাজে ।
জানি তোমার আছে মস্ত আকাশখানা ।
আমার না হয় সম্বল দুই ডানা ।
এপার হতে ওপার আকাশ ডাঙায়,
উড় উড় ঠিক উড়েই যাবো ছোট্ট দুটি ডানায় ।
কৃত্তিবাস
শিলং, 27 Dec 2019