নিঝুম রাত, মাঝে মাঝে ঝিঁ ঝিঁ
পোকার আর্তনাদে ভঙ্গ নিস্তব্ধতা ।
কল্পনা জেগে রয় কবির গর্ভমুলে ।
অপেক্ষা জন্ম নেবে আর এক কবিতা ।

প্রচ্ছদ প্রাঙ্গণ ঘিরে অনাবৃষ্টির আগমন ।
দেব দানবের চিরাচরিত মুষ্টি যুদ্ধ ।  
চারিদিক কোলাহল, হার-জিত, রন কৌশল ।
কলমের ঘাত প্রতিঘাতে দিকবিদিক নিস্তব্ধ ।

পৃথিবী, তোমায় নিয়ে লেখার অবকাশ আজ ।
শীত ঘুমে ঘুমন্ত এ নর নারী, বলিহারি ।
জাগালে জাগেনা শত শত বছরের ও পরে ।
হে কবি তোমার কলম আজ হোক পথ দিশারী ।

অসংখ্য কবিতা হেসে হেসে সহস্র উন্মাদনায় ।
জাগুক নতুন স্পন্দন অসংখ্য হৃদয়ে ।
আকাশের নীল মাঝে একাকী চাঁদ হোক জয়ী,
সবটুকু আঁধারের  পরাজয়ে ।

অপেক্ষার হোক অবসান, হোক জয়ী চেতনা ।
কাব্যের তুলি রঙে নতুন সূর্য আঁকি ।
বেপরোয়া হও আজ তুমি কবি,
সমরে সমরে আজ দেব-দানব মুখো মুখি ।

কৃত্তিবাস
শিলং, 29 May 2019