আমার শহর স্তব্ধ।
খিল এঁটেছে দালান থেকে তোরণ ।
আমার একলা আকাশ,
বিশ্বজোড়া ছাদ ।
কুলুপ মুখে মন্দির, মসজিদ ।
ঠিকাদারের নেইকো হদিশ ।
পেটের ভিতর বিষুভিয়াস,
দগদগিয়ে আগুন জ্বলে ।
চেনা মুদি বেপাত্তা আজ ।
গারবেজে নেই ফেলনা আনাজ ।
ইংরেজহীন স্বাধীন দেশে ।
লকডাউন ? বুঝিনা কী সে ।
দেখছি শুধু বিরান রাস্তা ঘাট ।
পাইনি সে চেনা বাবুর পায়ের আহাট ।
যার চার আনায় দিনের শেষে,
জুটত পেটের ভাত ।
আমার ঘরের দরজা খোলা ।
দালান বিহীন আলোর মেলা ।
আসিয়ানা মোর ঐ যে হোতায়,----
তিন ফলা ল্যাম্প পোস্ট,
কেয়ার অফ ফুটপাত ।
আমার শহর স্তব্ধ।
খিল এঁটেছে দালান থেকে তোরণ ।
আমার একলা আকাশ,
বিশ্বজোড়া ছাদ ।
কৃত্তিবাস
শিলং, ২৭ Mar ২০২০