এখানে মানুষের বসবাস ॥
হাজারো বছর পেরিয়ে,
সিন্ধু সভ্যতার শৃঙ্গে বনানীবিহীন,
ইট, কাঠ,  পাথুরে অট্যলিকার অরন্যে
আজও দৈত্যের অট্টহাস ।

এখানে সময় সময় আরাধনা হয় ।
কী এক পুঁথি-তন্ত্রের মন্ত্রে ।
মানুষের বলি হয় খড়গাঘাতে,
আর এক মানুষেরই হাতে ।
কিছু মানুষের মন ভাসে জোছনায় ।

রঙ্গে রঙ্গে রঙ্গিন হয় রাজপথ ।
আবিরের ছড়াছড়ি মাঝে ।
কারও সিঁথি সোহাগ মোছে ।
জানালার এককোনে কোন সন্তান,
উল্লাস মাঝে ঢুকরে ঢুকরে কাঁদে ।

তারার চোখে ঘুম নেই ।
মিট মিট চোখে জেগে ওঠে শংকাতে ।
চারপাশে ছোপ ছোপ রক্তের দাগ ।
ঘুম ঘুম চোখে হাতড়ে খুঁজে নিজ মস্তক । দীর্ঘশ্বাস ছাড়ে, এখনও ধড় থেকে আলাদা হয় নাই ।

বিবেক থেকেও বিচারহীন ।
ভাষা সোচ্চার আছে অফুরান
তবুও সব মৌন মিছিলে অম্লান ।
মেরুদন্ডটা রয়েছে সবার ।
এ সমাজ তবুও মেরুদন্ডহীন ।

ব্যক্তিত্বরহিত ব্যক্তি সত্তার পরিহাস ।
মানুষেরই মাঝে তবু মানবতাহীন ।
ঐ' --------   কারা হাসে উল্লাসে !
সৃষ্টি তুমি পরাজিত বার বার ।
আজও পশুদের সাথে মানুষের সহবাস ।

কৃত্তিবাস
হলদিয়া,  18 May 2018