তোমার ঐ তারার ঘরে হবেই দেখা জীবন শেষে ।
বিকেলের যাত্রা পথে খুঁজবো তোমায় চাঁদের দেশে ।
দিনের ঐ তপ্ত দুপুর, হাওয়াতে বাজাও নপুর,
সারাটি দিন ।
বৈশাখী ঝড়ের মতন, উড়ুক না হয় আমার চেতন,
তোমায় বিহীন ।
নাই বা ডাকো, দূরেই থাকো আসবো তোমায় ভালবেসে ।
বিকেলের যাত্রা পথে খুঁজবো তোমায় চাঁদের দেশে ।
তোমার ঐ তারার ঘরে হবেই দেখা জীবন শেষে ।
বিকেলের যাত্রা পথে খুঁজবো তোমায় চাঁদের দেশে ।
বেসেছি আগেও ভালো, হয়তো রোমিও না হয় হীর ।
কখনও বোকা আমি সে চন্ডী,
পাগল প্রেমে বিধবা রামীর ।
জীবনের সব বাঁকে, গিলে খাই সে হেমলকে ।
যন্ত্রণা করে গোপন ।
বিভেদের পাহাড় খানা, পার করা সদাই মানা,
আজও একই আগেও যেমন ।
মরন যেথা, জীবন সেথা, যতই বাঁধো অক্টোপাসে ।
বিকেলের যাত্রা পথে খুঁজবো তোমায় চাঁদের দেশে ।
তোমার ঐ তারার ঘরে হবেই দেখা জীবন শেষে ।
বিকেলের যাত্রা পথে খুঁজবো তোমায় চাঁদের দেশে ।
কৃত্তিবাস,
শিলং, 14 May 2019