তোমাকে জানার,
অনেক বছর পেরিয়ে গেছে ।
কেন জানি মনে হয়,
শুধু বয়ে গেছে সময় ।

তোমার আমার পরিচয়ের
যুগ যুগ পেরিয়ে,
যখন সময় কোথাও থমকে গেছে,
আজও তুমি সেই নতুন তুমি ।

তোমার আমার পরিচয়ের মাঝে,
যে আবছা মেলবন্ধন টুকু ।
যাকে দৃঢ় ভাবে টের পাই,
এখনও তা ভঙ্গুর তোমার কাছে ।

তবে সে বাঁধন জুড়ে,
যে নিরন্তর সোপান আমার,
হৃদয় অবধি এসে ঘাঁটি বেঁধেছে ।
সেখানে তোমার সমস্ত ইতিহাস হুবহু অনুভূত ।

পাওয়া না পাওয়ার যুগ যুগ ধরে,
যে সমস্যা দুর্বোধ্য গণিতের মত ।
তার সমাধান আজও যে ততটাই মুশকিল ।
তুমি যতখানি চেনা,
তারও বেশী আমি আজও অচেনা ।

কৃত্তিবাস
শিলং, 15 Aug 2019