সকাল গুলো মিশিয়ে এলোমেলো ।
দিন কাটে যে তপ্ত আলোয় ভিজে ।
অলস দুপুর দেয়না সময়,
নানান রকম কাজের মাঝে।

সস্তা রাতের দেশে ।
সময় হতে সময় চুরি করি ।
তোমায় নিয়ে ভাববার অবকাশে ।
আমি সৃষ্টিছাড়া, ব্যতিক্রমী ।

আবার যখন ঘুম ঘুম আসল চোখে ।
স্বপ্ন সাজাই আকাশ মাঝে ।
সোহাগের গোলাপ খানা,
বন্ধক রাখি স্মৃতির বাক্সে ।

দিনের পরে দিন কেটে যায় ।
রাত কাটে সেই সূর্য সুখের আশায় ।
বিড়ম্বানার শাসন তখন,
চক্ষু মুদে বালিশ ভেজায় ।

সস্তা রাতের দেশে ।
সময় হতে সময় চুরি করি ।
তোমায় নিয়ে ভাববার অবকাশে ।
আমি সৃষ্টিছাড়া, ব্যতিক্রমী ।

কৃত্তিবাস
শিলং, ১৪ই মে ২০২০