তোমাকে কোথাও দেখেছি ।
পাহাড় কিংবা সমুদ্রের জলে ।
আকাশের নীলে, যবে একাকার ছিলে ।

উদবাবস্তু প্রাণীর মত জরা জীবন,
পেছনে ফেলে হেঁটে যেতে যেতে ।
তোমাকে দেখেছি ক্ষুধিত জঠরে ।

তুমি আজ ও অভ্যিমনুর দেশে ।
রণাঙ্গনে, অস্ত্র হাতে পরাক্রমে,
ঘিরে আছো চক্র বুহ্যে ।

ভ্রান্তির কবলে কপাল ছুঁয়েছি তিলকে ।
ভোরের ভিড়ে ভেঙেছে স্বপ্ন সকল,
সে ফুল দলের অবিকল ।

ক্লান্তিকে পরাজয় করেই চলেছ ।
ফিরে দেখা নয় দীন দিন ।
জীবন পাবেই একদা যত দীন-হীন ।

হে বীর কথা দাও, তুমি ভ্রান্তি নও ।
কুরুক্ষেত্রের সমর জয়ে,
হোক দানবের পরাজয় ।

কৃত্তিবাস,
শিলং, 22 May 2019