মান আর অভিমান ,
নিরন্তর, যেখানে সাবেক
ভালবাসা অভিমান বুঝি
সদা ।
তোমাকে নিয়ে লেখা হয়নি ,
ভুল, সব লেখা শুধু তোমাকে নিযেই ॥
তফাত শুধু বোঝা আর
না বোঝা ।
তোমাতে আমাতে কোই
আমিতো তফাত দেখিনা ?
ভালো বাসি, তোমাকে ছাড়া
বাঁচব না, তোমার জন্য জীবন দিতে পারি এই কী
ভালবাসা ?
জানো আমি পারিনা এসব ।
তাই বুঝি আজও একজন কে ভালো বাসতে পারলাম না ।
একটা সত্যি , কিছুই তো
কারোর নয় ! যে মায়ের
নাড়ির টানে এ পৃথিবী দেখা
সেও তো আমার নয় ।
যে পিতার সব খোয়া আমার তরে আমিও তো তার নই !
তাই বুঝি আমিও কারোর নয় ।
ভুল বুঝি, আর নাই বা বুঝি
আমি যে এমনই ওগো ।
পার যদি মেনে নাও মোরে
বাকী যা একটু সময় ॥
কৃত্তিবাস
কঙ্গো, 02 April 2017