আমার মনের বারান্দাতে ।
তোমার ঝুলনা ঘোর বিপাকে ।
কামড়া খানাই দুর্বল ।
বারান্দার ওই এক কোনেতে ।
বিছিয়ে দেবো সেতলপাটি ।
আমার একটা  খালি হৃদয়ই সম্বল ।

আমার এখন মেঘ পোয়াতি ।
ঝরবে বৃষ্টি যখন খুশী ।
সব ঋতুতেই শ্রাবন অনর্গল ।
আমার একটা  খালি  হৃদয়ই সম্বল ।

আমার ধনুষ তির হেনেছে ।
তোমার রাজ্যের দখল পেতে ।
হাজার লাড়াই দেশ বিদেশে ।
সকাল সন্ধ্যে হার মেনেছে,
আমার অগাধ সৈন্যদল ।
আমার একটা  শুধু  হৃদয় সম্বল ।

আমার মনের বারান্দাতে ।
তোমার ঝুলনা ঘোর বিপাকে ।
কামড়া খানাই দুর্বল ।
বারান্দার ওই এক কোনেতে ।
বিছিয়ে দেবো সেতলপাটি ।
আমার একটা  খালি হৃদয়ই সম্বল ।

কৃত্তিবাস
শিলং, ২৭ মার্চ ২০২০