সারা নিশি জাগি বিরহিণী  শশী
    আজ তার সখা  আমি

তব  সাথে আজ খেলিব খেলা
   অহে পিপাসিত প্রেমাকামি,

তব  নয়নে নয়ন রাখিয়া
কহিব মনের কথা,

ভালবেসে সবি হারিয়াছি আমি
         হারাইনি শুধু বাথা

কত রজনি পারিয়াছি আমি
     কত  নিশি  গেছে জাগি