আকাশে মেঘ জমলে ময়ূরেরা নাচে,
বৃষ্টি রোদে জলসাঘরে কুকুর, জানি,
ওম লেগে গেলে ভেজা দেহে লেখা হয়
গীতগবিন্দ, বীর জা়রা। রাজবংশী
রিনঝিনে পালক উড়ে আসে টিভির
মিউটে, কোলাহলের নিঃসঙ্গতায়।
ডিজিটাল জানলায় প্রেমে ভিজে ঢোল
জবজবে বেলা ওবেলার কাব্যিকতা ।
বীজ ধানে হাত রেখে পা বুক নাভিতে
অঙ্কুরোদম ঘটে, এত সবই জানা ।
তবুও কেন যে রামী জা়রা এক এক
চিন্তা সমস্যার গিঁট খুলে অপেক্ষায় -
কখন মেঘ জমবে, কখনই বা রোদ
বৃষ্টি নামবে, ভোর রাতে আস্থার ছাদে ।
===================