সেদিনও উঠবে চাঁদ এমনি আকাশ ছাপিয়ে,
সেদিনও দুচোখ ভাষা খেলবে পাতায় পাতায়,
কবে কোন মন ছাপানো ঠোঁট ফোলানো অভিমান,
এমনই আপন মনে ভুলবে আত্মজনে ।
সেদিনও ঘাটের পৈঠেতে রোদ খেলবে দাপিয়ে,
বিষন্ন দুপুরে কাক ডাকবে নিরালায়,
চেনা হাসির টুংটাংএ শোনা যাবে গান,
শুধু দূর হতে দূরে আমি সেদিন বিষ্মরণে ।
================================