বিচ্ছেদ রঙ মেখে যখন আলোগুলো নিভে অন্ধকার,
অমরাবতীর ঝাউ বনে কালো মেঘ ঢাকে বিশ্বাস পাহাড়।
জানি জানি এমনটাই তো কথা ছিল, বলে সব-
পায়রার পা থেকে চিঠি খুললেই উড়বেই চিঠির সৌরভ।
কোথাও তো কোন বিশৃঙ্খলা নেই, নেই চিৎকার,
ঢেউ, ঢেউ ,ঢেউ খেলে সাগরে, ভিজে যায় পাড়।
জীবনের পথে পথে, হেঁটে হেঁটে, চেতনা পরিব্রাজক
তবু খুঁটে খায় আত্মতৃপ্তির গ্রাস,পান করে আলোক ।
ভেঙ্গে যাওয়া কথা দের চিৎকারে সাড়া নেই যখন আর ,
তখন সাড়া দেওয়া আলোদের ডাকে পৃথিবী সবুজ হোক
পুনর্বার ।
================