কারো কাছে হয়তো অন্ধকারই আলো,- সত্যি  আলোরা  বিদ্রুপে  খ্যেঁপায় ।
কারো কাছে  প্রাণঘাতি  ধ্বংসই ভালো,- অনাসৃষ্টি যন্ত্রণা মাথাকুড়ে খায়।
কারো কাছে  বিশ্বাস নীল শ্বাসহীন,-  কবরে নিথর পড়ে আস্থার শব ।
কারো কাছে  বিদ্রোহী শোষিত চেতন মুষ্টিবদ্ধ আস্ফালন, অথচ নিরব ।
কেউ কেউ টান মেরে ছিঁড়ে দেয় আশা, ভরে দেয় কার্বলিক ভরসার মনে ,
দাউ দাউ পুড়ে ছাই আত্মার ঘর,  নিরো’র বিষাদ গায় সংগোপনে ।
কারো কারো বেঁচে থাকা ভুল করে বাঁচা, পরাজিত ঘুনধরা নষ্ট জীবন ।
ঠকবাজ পৃথিবীর খুবলানো থাবায়  প্রাণপণে চাপা দেওয়া রক্তক্ষরণ ।
এভাবেই  কারো কাছে  স্থবির সময় রেখে যায় বিষাক্ততায় মৃত্যুর স্বাদ।
তবুও গোপনে গোপনে ‘আগামীর জয়,’ স্বপ্নের চাষ হয়- বাঁচার বুনিয়াদ ।
=================================