আর একটু তোমায় পাব বলে পাঁজরে পাঁজরে ভরি সূর্যের রং,
বুকের ক্যানভাস বদ রক্তে ডোবে-ক্ষতি কী হাসি যদি, না কেঁদে বরং ।
আর একটু তোমায় পাব বলে তোমার নাটকে ডুবি জেনেও সং,
উড়ে যাই চৈত্রের ধু ধু প্রান্তরে- ঘরহীন মাটিহীন ঝোড়ো আলাপণ।
আর একটু তোমায় পাব বলে ভাঙ্গা চাঁদ জোড়া দিই ,জেনেও আবার,
স্বপ্নের রঙ ধুয়ে রং হীন চাঁদে,- আত্মঘাতী মিশাইলে হই ছারখার ।
আর একটু তোমায় পাব বলে মৃত্যুর কাছাকাছি বিষাক্ত নিশ্বাস,
না বলা কলি জুড়ে বাসর রচাই- এ জীবন ছাড়খাড়ে মেকি বিশ্বাস ।
===========================