তোর কাছে বার বার ফিরে আসি,
আঘাত আঘাতে তোকে নিষ্পেষণে
বার বার গোঙানির মতো শুনতে চাই
“ভালবাসি”।
আমি ক্ষয় হতে হতে ফিরে আসি ,
ঘুরে দাঁড়িয়ে বিজয় ঝান্ডা ওড়াই,
পৃথিবীর মাটিকে দুহাতে আঁকড়ে
জীবনের নোঙ্গর গাঁথি ।
তুই বার বার ভেঙ্গে গুড়িয়ে
আমাকে টুকরো টুকরো করে
উড়িয়ে দিস শূন্যতায়,
তোর অঙ্গুলী হেলনে সব জড়ো করে
নিজের ছাঁচে ফের গড়ে নিস আমায় ।
ভ্রূকুটিতে জন্ম নেয় উল্লাস ,
আলিক স্বপ্নে মাখিয়ে তোকে এবার
উড়িয়ে দিই নীল আকাশে ।
তুই উড়তে থাকিস ,
উড়তে উড়তে ক্লান্ত হয়ে
আশ্রয় চাইলে,
বুকের ভেতরে তালা বন্ধ ঘরে রাখি
ততক্ষণ -
যতক্ষণ না সহনীয় হয়,
সহনীয় হলেই টেনে হিঁচড়ে বার করে
ফের উড়িয়ে দিই অসীমে ।
আসলে আমাদের অভ্যেসে নয়, -
অনভ্যেসে ,
জয়ের আনন্দে ,
চিনচিনে ব্যাথা পাওয়াই  নেশা।
তানা হলে তুই আমি কবেই
বুড়ো হয়ে ফুরিয়ে আকাশ নীল হয়ে যেতাম ।
বেঁচে আছি বোঝার জন্যই, কষ্ট পেতেই,
এই বার বার ফিরে আসা
একে অন্যের কাছে ।।
===================