কথা ছিল
আলোর বাগানে এসে
সে দাঁড়াবে নিরালায় ।
আমি যাব,
আর দুজনে
আলো মাখামাখি করবো গায় ।
গেলাম,
গিয়ে দেখি সে কোথায় ?
কোথায় তার কথা ?
তবুও আলো ঝরছে বটে,  
লাগছে না গায় তা,
মুখে ধরি দুহাত দিয়ে
আলোর কণার অশোক,
দেখি-
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি হয়ে -
ভিজিয়ে দিল বুক আমার,
ভিজিয়ে দিল চোখ ।

ফিরছি ঘরে সেই পথে,
যে পথে সে যায়,
দু চারটি কৃষ্ণচূড়া
পড়ল এসে গায় ।
বলি,
“আজ থাক, লাগছেনা রে ভালো”।
“আয় তোকে আদরে দিই ভরে”,
বলেই হেসে কৃষ্ণচূড়া  
নিজেকে অঝোরে ঝরাল ।
পাপড়ি পড়ল ঠোটের উপর,  
পাপড়ি ছুঁল দেহপট ।
ফুলে ফুলে
কাঁপিয়ে দিল মন আমার,
কাঁপিয়ে দিল ঠোট ।

বাড়ি এলাম,
তুমুল উঠলো ঝড়, এপার ওপার ।
দিলাম খুলে যত
বদ্ধ জানালা, কপাট ।
উড়িয়ে নিয়ে যাক আমার
গুমোট অন্ধকার।
হাওয়া এলো,
লন্ডভন্ড ঘরে-মনে
আমার একি অনাচার!
তবুও কেন যায়না গুমোট ,
কেন আঁধার বিমূখ ?
শুধু উধাও হল শান্তি আমার
উধাও হল সুখ ।।
=====================