ঈশ্বরের কাছে ফিরে যাবার আগে আমি অন্ততঃ
একজন প্রেমিক চাই
যে আমাকে ভালোবাসবে ।
আকাশের শেষ সীমা যতদূর- চোখ যায় ততদূর,
শুধু ততটাই ভালোবাসবে ।
সে আমার হ্যামলিনের বাঁশি হবে ,
আমি পূর্ণিমা রাতে -মাদুর পেতে ছাদে
তাকে বাজাবো, আর দুঃখের ইঁদুর তাড়াবো ।
হয়তো আষাঢ়ের বূষ্টির দুপুর, -জল সওয়া মনে ভরপুর,
আমি ক্ষুধার্ত ,সে আমায় চালে ডালে দুটি রেঁধে খাওয়াবে ।
অথবা আমার যত্নের টবের গাছে সবে লাল কুঁড়ি,
আমি নেই , সে নিমগ্ন হাতে নিয়ে ঝাড়ি জল ঢেলে কুঁড়িদের স্নানে ।
হয়তো আশাতীত নিকষ আঁধারে আমি মুক ও বধির,
তার বুকে মুখ, যত কালো আসে আসুক
সব থেকে লুকিয়ে আশ্বাসে ঘুম পাড়াবে ।
আমি জানি বড় বেশি চাওয়া, তবুও-
ঈশ্বরের কাছে ফিরে যাবার আগে আমি অন্ততঃ
এক জন প্রেমিক চাই ।
==================================